বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
এক সিরিজেই গম্ভীরের ক্যারিয়ার শেষ করে দিয়েছিলেন ইরফান!
Published : Monday, 7 October, 2019 at 8:36 PM

ক্রীড়া ডেস্ক ॥
উচ্চতায় সাত ফুট এক ইঞ্চি, গতিও ছিল দারুণ- উচ্চতা ও গতির মিশেলে ক্যারিয়ারের শুরুর সময়টায় ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের কারণই ছিলেন পাকিস্তানের বাঁহাতি  পেসার  মোহাম্মদ ইরফান।  সে অর্থে নিজের ক্যারিয়ার খুব একটা বড় করতে পারেননি ইরফান। প্রায় তিন বছর ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে। তবে ইরফানের মতে ভারতের সাবেক ওপেনার  গৌতম গম্ভীরের ক্যারিয়ার তাড়াতাড়ি  শেষ হওয়ার  পেছনে পুরো কৃতিত্ব তার। ২০১২ সালে ভারত সফরে  খেলতে এসে গম্ভীরকে  বেশ কয়েকবার আউট করেছিলেন ইরফান।  সেই সিরিজের পর আর  কোনো টি-টোয়েন্টি  খেলা হয়নি গম্ভীরের, ওয়ানডে  খেলেছেন  কেবল একটি। তখন মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছেন ইরফান। অস্বাভাবিক উচ্চতার সঙ্গে গতির তারতম্যের কারণে  খেলতে  বেশ কষ্টই হতো ব্যাটসম্যানদের।  সে কথা মনে করিয়ে দিয়ে ইরফান বলেন, ‘আমি যখন ভারতের বিপক্ষে  খেলেছি, তারা আমার বল  খেলতে স্বাচ্ছ্যন্দবোধ করতো না। অনেকেই আমাকে বলেছে  যে ২০১২ সালের ভারত সফরে, তারা আমার বলই  দেখতে  পেত না উচ্চতার কারণে। একইসঙ্গে গতির তারতম্যের বিষয়টিও ধরতে পারত না।’ এসময় গম্ভীরের ক্যারিয়ার  শেষ করে  দেয়ার কৃতিত্ব নিয়ে ইরফান বলেন, ‘গম্ভীর কখনোই আমার সামনাসামনি  দেখা করতে চাইতো না। ম্যাচ কিংবা  নেটে অনুশীলন, আমি সবসময় অনুভব করতাম  যে আমার  থেকে পালিয়ে  বেড়াচ্ছে গম্ভীর। আমার মনে আছে  সেই সফরে গম্ভীরকে ৪ বার আউট করেছিলাম। আমার  বোলিংয়ের বিপক্ষে  কোনো জবাবই ছিলো না গম্ভীরের কাছে।’
 শুরুটা গম্ভীরকে দিয়ে করলেও  শেষের আগে বিরাট  কোহলির ব্যাপারে একটি মজার ঘটনা বলেন ইরফান।
 
তার ভাষ্যে, ‘কোহলি আমাকে বলছিল  যে,  সে আশা করেছিল আমি ১৩০-১৩৫ কিমিতে  বোলিং করব। তবে আমি আমার গতি বাড়িয়ে ১৪০-১৪৫ করে  ফেলি।  যে কারণে তার  খেলতে অসুবিধা হতে থাকে।’
তিনি আরও বলেন, ‘এক ম্যাচে  সে ব্যাটিংয়ে  নেমে গুড  লেন্থের একটা বল পুল করার  চেষ্টা করে এবং মিস করে। তখন অপরপ্রান্তে থাকা যুবরাজ সিং পাঞ্জাবি ভাষায়  কোহলিকে পুল করতে নিষেধ করেন। বলে কাট শট  খেলা নিরাপদ। আমার তৃতীয় বলে  কোহলি আবার পুল মারতে যায় এবং উইকেটের  পেছনে ধরা পড়ে। তখন যুবি পাজি  কোহলিকে বলেন, এবার প্যাভিলিয়নে  ফেরত যাও।
 


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি