শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
রেফারি, তুমি খুব খারাপ বলায় লাল কার্ড!
Published : Monday, 7 October, 2019 at 8:34 PM

ক্রীড়া ডেস্ক ॥
রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে  সেভিয়ার বিপক্ষে দারুণ এক জয়  পেয়েছে বার্সেলোনা। লিওনেল  মেসির দুর্দান্ত ফ্রি কিক ও লুইস সুয়ারেজের অসাধারণ এক বাই সাইকেল কিকের  গোলে ৪-০  গোলে জয়  পেয়েছে ব্লাউগ্রানারা। অন্য দুই  গোল করেছেন আর্তুরো ভিদাল ও ওসুমানে  দেম্বেলে। তবে ম্যাচের ফলের পাশাপাশি  জোরেশোরে আলোচিত হচ্ছে দুই মিনিটে দুই লাল কার্ডের ঘটনা। ম্যাচের ৭৮তম মিনিটে চতুর্থ  গোলটি করেন লিওনেল  মেসি। তখনই বার্সেলোনার জয় প্রায় নিশ্চিত। কিন্তু এরপর ৮৫ মিনিট  থেকে শুরু হয় ফাউল এবং  রেফারি কার্ড  দেখানোর  খেলা। প্রথমে অযথাই ঝামেলা বাঁধানোর কারণে হলুদ কার্ড  দেখেন  জেরার্ড পিকে। এক মিনিট পরই একাই আক্রমণে ওঠা হাভিয়ের হার্নান্দেজকে ফাউল করায় লাল কার্ড  দেখেন অভিষিক্ত ডিফেন্ডার  রোনাল্ড আরাউ। দশজনের দলে পরিণত হয় বার্সেলোনা।  সেখান  থেকে নয়জনের দলে পরিণত হতে ১ মিনিটও লাগেনি।  রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিল বার্সার  খেলোয়াড়রা। তখন জটলার মধ্য  থেকে  রেফারিকে, ‘তুমি খুব খারাপ’ বলে ভর্ৎসনা দিতে থাকেন  দেম্বেলে। এসময় তার অঙ্গভঙ্গিও ছিল আপত্তিকর। এ কারণে তাকে দ্বিতীয় হলুদ কার্ড  দেখান  রেফারি। এর আগে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় বাজে ধরনের ট্যাকেল করে প্রথম হলুদ কার্ড  দেখেছিলেন  দেম্বেলে। ফলে দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড  দেখে মাঠ ছাড়তে হয় তাকে। একই সময়  রেফারির সঙ্গে বাজে ব্যবহারের কারণে হলুদ কার্ড  দেখেন সার্জিও বুসকেটসও।
 নিজের ম্যাচ রিপোর্টে  রেফারি মিগুয়েল অ্যান্তনিও মাতেও লাহোজ জানিয়েছেন এসব তথ্য।
এদিকে  রেফারিকে আপত্তিকর অঙ্গভঙ্গি ও কটূক্তির অপরাধে লাল কার্ড  দেখায় নিয়মানুযায়ী এক ম্যাচ নিষেধাজ্ঞার বাইরেও শাস্তি হতে পারে  দেম্বেলের। গত  মৌসুমেই  রেফারির সঙ্গে বাজে ব্যবহারের কারণে ৮ ম্যাচ নিষিদ্ধ হয়েছিল ডিয়েগো কস্তা।  দেম্বেলের  ক্ষেত্রে এত  বেশি না হলেও অন্তত দুই ম্যাচ বাইরেই থাকতে হতে পারে তাকে।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি