বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
ফ্র্যাঞ্চাইজি ছাড়াই হবে এবারের বিপিএল
Published : Thursday, 12 September, 2019 at 9:07 PM

ক্রীড়া ডেস্ক॥ বিপিএলের আগামী আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের খরচেই এই বিপিএল পরিচালনা করবে। খেলোয়াড়দের পারিশ্রমিক, থাকা, খাওয়া সব দায়িত্বই নিবে বিসিবি। আর এবারের বিপিএল হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘সম্প্রতি আমরা সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির চুক্তি শেষ। নতুন করে চুক্তি করতে হবে। আবার কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বলেছে, একই বছরে তাদের পক্ষে দুইটি বিপিএল করা খুবই কষ্টকর। তাছাড়া ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এমন কিছু দাবি এসেছে যা আমাদের নিয়মের সাথে সাংঘর্ষিক। এ কারণে সবমিলিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, এবারের বিপিএল আমরাই চালাব। আর এবারের বিপিএল আমরা বঙ্গবন্ধুর নামে করব।’
তিনি আরো বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। কয়েকদিনের মধ্যে বিষয়টি আমরা চূড়ান্ত করে ফেলব। অন্যান্য কিছু আগের মতোই থাকবে। আগে যেসব ভেন্যুতে খেলা হয়েছে, এবারও সেসব ভেন্যুতেই হওয়ার সম্ভাবনা। তবে, সবকিছু ধীরে ধীরে ঠিক হবে। শুধু এবারের জন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’ ২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এখন পর্যন্ত ছয়টি আসর অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের কারণে ২০১৮ সালের আসরটি চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ডিসেম্বরে।
 

 


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি