শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ফেনীতে সাবেক উপদেষ্টা সিএস করিমের গ্রামের বাড়িতে ডাকাতি
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Friday, 26 July, 2019 at 4:13 PM

ফেনীর সোনাগাজীতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিএস করিমের গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মদ জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় তিনজনকে কুপিয়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
সিএস করিমের ভাতিজা নূর মোহাম্মদ আজাদ জানান, সদর ইউনিয়নের পূর্ব ছাড়াইত কান্দি গ্রামে তাদের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে হানা দেয় ১৫/২০ মুখোশধারী ডাকাত।“তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে জিম্মি করে। আলমারি ভেঙে নগদ তিন লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা।”

এ সময় ঘরের লোকজন চিৎকার শুরু করলে আজাদ ও তার ছোট ভাই নূর হাসনাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ডাকাতরা। একই সময় পাশেই সিএস করিমের চাচাতো ভাই আবুধাবি প্রবাসী ইফতেখার হোসেন চৌধুরীর বাড়িতেও ডাকাতি হয়। সেখানেও অস্ত্রের মুখে সবাইকে আটকে রেখে সাত হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায় তারা। ইফতেখার হোসেনের স্কুলপড়ুয়া ছেলে ইসতেহার হোসেন চৌধুরীকেও ডাকাতরা পিটিয়ে আহত করে। ওসি মঈন উদ্দিন আহম্মদ বলেন, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নূর মোহাম্মদ আজাদ এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান সিএস করিম ২০০৭-০৮ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কৃষি উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের নভেম্বরে তিনি মারা যান।  
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি