শিরোনাম: |
নলদী খাদ্যগুদামে ধান সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() ট্রাকে করে আসা ধান সম্পর্কে জানতে চাইলে নলদী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবীর বলেন, কৃষকদের বাড়ি থেকে খাদ্যগুদাম অনেক দূর। তাই সবাই মিলে ধান ট্রাকে করে খাদ্য গুদামে এনেছে বলে মনে হয়। তবে ধানভর্তি ট্রাক কেন ফেরত দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ ঘটনা সম্পর্কে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদার বলেন, প্রকৃত কৃষক ছাড়া কারও কাছ থেকে ধান কেনা যাবে না। কোনও সিন্ডিকেট ব্যবসায়ী বা আমার কেউ এ রকম ঘটনায় জড়িয়ে পড়লে তাকে ছাড় দেওয়া হবে না। এরইমধ্যে আমি ট্রাকে করে আনা ধান ফেরত দেওয়ার জন্য ওসিএলএসডি নলদীকে নির্দেশ দিয়েছি। জেবি |