শিরোনাম: |
ফেনীতে ২০ হাজার পিস ইয়াবাসহ ভ্যান চালক আটক
|
![]() ফেনীতে ২০ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. গাজী (৩৬) নামে এক ভ্যান চালক আটক করেছে র?্যাব-৭ এর সদস্যরা।বৃহস্পতিবার দুপুরে শহরের মহিপাল এলাকায় থেকে তাকে আটক করা হয়। র?্যাব জানায় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। ফেনীস্থ র?্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, ওই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে র?্যাব-৭ এর সদস্যরা বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি ভ্যান গাড়ি তল্লাশীকালে ২০ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ গাজী (৩৬) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। সে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার মেঘার পটল গ্রামের বাসিন্দা। কোম্পানী অধিনায়ক আরো জানান,সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কৌশলে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। |