বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন ধাওয়ান
Published : Tuesday, 11 June, 2019 at 7:44 PM

ক্রীড়া ডেস্ক ॥
বিশ্বকাপের মাঝপথেই দুঃসংবাদ পেল আসরের হট ফেবারিট ভারত। ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির ইনফর্ম ব্যাটসম্যান শিখর ধাওয়ান।
গত (রোববার) অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৯ বলে ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক ছিলেন ধাওয়ান। সেই ইনিংসটি খেলার পথেই অজি পেসার কল্টার নাইওলের এক ডেলিভারিতে বাঁ হাতের আঙুলে চোট পান এই ব্যাটসম্যান। চোটের জন্য দলের হয়ে পরের ইনিংসে আর ফিল্ডিংয়েই নামতে পারেননি।
চোটের প্রাথমিক পরীক্ষার পর ধারণা করা হচ্ছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ধাওয়ান। তবে এটুকু নিশ্চিত, ভারতের হয়ে আগামী দুই ম্যাচ নিউজিল্যান্ড ও চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
বিশ্বকাপের মাঝে ধাওয়ানের ছিটকে পরাটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভারতের জন্য। কেননা যে কোনো আইসিসি টুর্নামেন্টে দলটির হয়ে সবসময়ই দুর্দান্ত ফর্মে থাকেন এই ব্যাটসম্যান। ভারতীয়দের মধ্যে শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির পর আইসিসি টুর্নামেন্টে ৬ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রমতে, ধাওয়ানের বদলি হিসেবে ডাকা হতে পারে রিশাভ পান্ত অথবা শ্রেয়াস আইয়ারকে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি