রবিবার, ০১ অক্টোবর, 2০২3
ম্যালেরিয়া শনাক্ত করবে কুকুর
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Monday, 5 November, 2018 at 7:49 PM

সারাবিশ্বে ম্যালেরিয়া একটি মহামারির নাম। বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক এই রোগের ঝুঁকিতে। নতুন এক গবেষণার বরাত দিয়ে সোমবার বিবিসি বাংলা জানায়, গন্ধ শুঁকেই ভয়াবহ এই ম্যালেরিয়া শনাক্ত করতে পারবে কুকুর।

গবেষণায় বলা হয়, গাম্বিয়ার শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের ব্যবহৃত নাইলনের মোজা যুক্তরাজ্যে নেয়া হয় এবং পরীক্ষার করা হয়। শিশুদের যদি ম্যালেরিয়া থাকে, তবে ৭০ শতাংশ ক্ষেত্রে কুকুর শনাক্ত করতে পারে।

আরও বলা হয়, বিভিন্ন বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত মানুষদের চিহ্নিত করতে এবং রোগের বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কুকুর। তবে এক্ষেত্রে কুকুরকে সরাসরি কাজে নামানোর আগে আরও গবেষণা প্রয়োজন।

এই বিষয়ে যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির প্রফেসর স্টিভ লিন্ডসে বলেন, আমরা জানি যে ম্যালেরিয়া বহনকারী মানুষ এক ধরনের রাসায়নিক পদার্থ উৎপাদন করে তাদের নিঃশ্বাসে বা রক্তে। এই গন্ধ প্রকৃতপক্ষে মশা থেকে আসে। আমাদের ধারণা এই গন্ধ শনাক্ত করতে পারে কুকুর।

প্রসঙ্গত, ম্যালেরিয়া মশাবাহিত সংক্রামক একটি রোগ, যার মূলে আছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্টা (এক ধরনের অণুজীব)। ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন Torti (1753)। ইতালীয় শব্দ Mal (দূষিত) এবং aria (বায়ু) হতে Malaria (ম্যালেরিয়া) শব্দটি এসেছে।

এটি সংক্রমিত স্ত্রী মশার (আনোফেলিস মশা) কামড়ের মাধ্যমে শুরু হয়। স্ত্রী মশার লালার মাধ্যমে প্রোটিস্টা সংবহনতন্ত্রে প্রবেশ করে যকৃতে পৌছায়। এখানে তারা পরিপক্ব হয় এবং বংশবৃদ্ধি করে। ম্যালেরিয়ার লক্ষণগুলো হল- জ্বর, মাথা ব্যথা, যা গুরুতর হলে কোমা বা মৃত্যুর কারণ হতে পারে।


প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি