বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, 2০২4
নৌকায় ভোট দিলে দেশের মানুষ কিছু পায়
Published : Wednesday, 6 December, 2017 at 7:58 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ কিছু পায়। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নতি হয়। নৌকায় ভোট দিলে এ দেশের মানুষ কিছু পায়।’

আজ বুধবার সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়াকাটা ওয়াপদা এলাকায় আয়োজিত পথসভায় স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘নৌকায় ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। তাই তো গত দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকে সিরাজগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সাড়ে ৪০০ কোটি বরাদ্দ দিয়েছেন। আগামীতে সিরাজগঞ্জ শহর উন্নয়নের জন্য আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে।’

পথসভায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম হাসেম তাঁর নিজ উদ্যোগে এক ট্রাক ফুল ও এক হাজার পতাকা নিয়ে আসেন। প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।

স্থানীয় সরকারমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ মুক্তির সোপানে কয়েকটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনের ফলক উন্মোচন শেষে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি