রবিবার, ০১ অক্টোবর, 2০২3
মালয়েশিয়া যাওয়ার খরচ কমাতে কাজ চলছে
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Thursday, 26 January, 2023 at 9:40 PM

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রবাসীরা যাতে দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সচেতন থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে আলোচনা শেষে এসব বলেন ইমরান আহমেদ।

তিনি বলেন, নির্দিষ্ট টাকার বাইরে অনেক এজেন্সি বেশি টাকা নেয় প্রবাসে যাওয়া সাধারণ মানুষের কাছ থেকে। এটা বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, অনেকে পাসপোর্টে ভুল তথ্য দেন, এর কারণে পরবর্তীতে বিদেশে গিয়ে সমস্যায় পড়েন। এটার জন্য বিশেষ নজরদারি দিতে হবে ডিসিদের। মালয়েশিয়া যেতে এখন আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা লেগে যায়, এটা অনেক বেশি।
শিগগিরই মালয়েশিয়ান প্রবাসীমন্ত্রী বাংলাদেশে আসবেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই টাকা কমানোর জন্য তার সাথে আলোচনা হবে।


প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি