শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
২৪ ঘন্টার মধ্যে ওসিকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
ফেনীতে সাংবাদিকের কোমরে রশি বেঁধে হেনস্তা
Published : Wednesday, 23 November, 2022 at 6:37 PM

 ফেনী প্রতিনিধি ॥
ফেনীতে গায়েবী মামলায় সাংবাদিক এস এম ইউসুফ আলীকে গ্রেপ্তারের পর কোমরে রশি বেঁধে আদালতে সোপর্দ করার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। বুধবার ২৩ নভেম্বর দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে অতি উৎসাহী পুলিশ ও পুলিশ-সাংবাদিক ঐক্য বিনষ্টকারী কর্মকর্তাদের ফেনী থেকে প্রত্যাহারের দাবী জানান সাংবাদিক নেতারা।
জেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, ফেনীর সাবেক পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের দেয়া গায়েবি মামলায় স্থানীয় সাংবাদিক এসএম ইউসুফ আলীকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ।

আটকের পর তাকে একের পর এক মানসিক হেনস্তা করতে থাকে পুলিশ সদস্যরা। ঘুম থেকে তুলে তাকে টেনে-হেছড়ে থানায় নিয়ে আসার সময় প্যান্ট পরার সুযোগও দেয়া হয়নি। পরে গত মঙ্গলবার দুপুরের পর তাকে কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে অপমানজনক অবস্থায় আদালতে সোপর্দ করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনার কাছে ওয়ারেন্ট রয়েছে, সেজন্য যে কাউকে আপনি গ্রেপ্তার করতে পারেন। তবে তাকে ব্যক্তি গত ভাবে চোর, ডাকাত কিংবা দন্ডপ্রাপ্ত আসামীর মত কোমরে দড়ি বেঁধে আদালতে সোপর্দ করে সাংবাদিকতা পেশাকে অবজ্ঞা করা হয়েছে। বক্তারা দাগনভূঞাঁ থানার ওসি হাসান ইমামসহ অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের ফেনী থেকে প্রত্যাহারের জোর দাবি করেন। ২৪ ঘন্টার মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন অন্যথায় পুলিশের সকল ধরনের নিউজ বর্জন করা হবে।

বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা গুলো প্রত্যাহার করার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, উদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ সাঈদ খান, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন,যমুনা টিভির প্রতিনিধি আর এম আরিফুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, এসএ টিভির প্রতিনিধি মাইনুল রাসেল।

ফাইনেন্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, নিউজ টুয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি নজির আহমদ রতন, দৈনিক মানবজমিন’র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী সমাচার সম্পাদক মুহিববুল্লাহ ফরহাদ, স্বদেশকন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, নীহারিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির, ফেনী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, ইউথ জার্নালিস্ট ফোরাম জেলা সাধারণ সোলায়মান হাজারী ডালিম, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, দেশরূপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, আঁচল সম্পাদক শাহিদা সাম্য লীনা, হকার্স সম্পাদক তারেক মজুমদার, মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক অগ্রসর প্রতিনিধি গাজী হানিফ, দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি আলাউদ্দিন, দৈনিক ফেনীর সময় স্টাফ রিপোর্টার আরিফ আজম ও রাসেল চৌধুরী, সময়ের আলো প্রতিনিধি পিনু সিকদার, দৈনিক ফেনী’র প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, বৈকালী’র নির্বাহী সম্পদাক মো. ইকবাল হোসেন, হাজারিকা প্রতিদিনের সাংবাদিক মো আব্দুর রহিমসহ জেলার কর্মরত সাংবাদিকরা।
এ সময় আবু ইউসুফ মিন্টু, হাবিব মিয়াজী, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দুলাল তালুকদার, শাহ শহিদ, ওমর ফারুক, মিরাজুল ইসলাম মামুন, আজিজ আল ফয়সাল, মুজাহিদুল ইসলাম জাবের, রাজু, দেলোয়ার হোসেন সৈকত, জাফর ইমাম মজুমদার রতন, আহমেদ আলী নয়ন, রবিউল হক এমএ আকাশ, আহমেদ হিমেল, ইকবাল হোসেন, পিন্টু, মোয়াজ্জেম হোসেন মালদার ও নুরুল করিম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। এ দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বুধবার এস এম ইউসুফ আলীর মামলায় জামিন আবেদন মঞ্জুর করেন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি