শিরোনাম: |
ক্রেডিট কার্ডে অতিরিক্ত ডলার ব্যয়, ব্যাখ্যা চেয়ে ২৭ ব্যাংকে চিঠি
নিজস্ব প্রতিবেদক
|
![]() বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৭টি ব্যাংকের ইস্যুকৃত ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার মাত্রাতিরিক্ত ব্যয় হয়েছে। এসব কার্ড ইস্যু করা ব্যাংকগুলোর কাছে সীমার বাইরে ব্যয় করার কারণ জানতে চাওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কোনো ব্যক্তি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। তবে বিশেষ ক্ষেত্রে খরচের এ মাত্রা অতিরিক্ত আরও ৫০০ ডলার হতে পারে। কিন্তু এই ৭১ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে বিষয়টি বেরিয়ে আসে। |