শনিবার, ১০ জুন, 2০২3
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Published : Wednesday, 15 June, 2022 at 8:46 PM

সৈয়দ মনির , ফেনী থেকে ॥
ফেনীতে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন ।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহা সড়কের গোবিন্দপুর চালতাতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী স্থানীয় হোমিও চিকিৎসক নাছির উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ফেনীগামী একটি সিএনজি অটোরিকশায় চাপা দেয় । ঘটনাস্থলে সিএনজি চালক নুরুজ্জামান (৩০) মারা যান। এবং সিএনজিতে থাকা একমাত্র যাত্রী লালপুল মারকাজুল হুদা মাদ্রাসার ছাত্রী শারমিন আক্তার(১৫) গুরুতর আহত হয় । তাকে চট্টগ্রামে নেয়ার পথে ১১টার দিকে মারা যায় । চালক নুরুজ্জামান সদর উপজেলার বালিগাঁওয়ের বাসিন্দা । মাদরাসা ছাত্রী শারমিন কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর মিজানুর রহমানের মেয়ে । ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার জানান, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । একটি যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
আরও খবর


প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি