শিরোনাম: |
জয়পুরহাটে তরুণীকে ধর্ষণের পর হত্যা
জয়পুরহাট প্রতিনিধি
|
![]() নিহত আয়েশা পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের মোজ্জামেল হকের মেয়ে। সে জয়পুরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আয়েশা পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে তার ভাইয়ের বাড়িতে থাকতেন। গতকাল ভাই-ভাবি বাড়িতে ছিলেন না। এজন্য সে পাশের বাড়ির দুই কিশোরীকে নিয়ে আসেন বাড়িতে। পরে টিভি দেখে দুই কিশোরী এক রুমে এবং সে পাশের রুমে ঘুমাতে যান। শনিবার সকালে ওই দুই কিশোরী ঘুম থেকে উঠে বিবস্ত্র অবস্থায় আয়েশার মরদেহ দেখতে পায়। এসময় তারা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। |