শিরোনাম: |
ক্যাটরিনা-ভিকির বিয়ে সম্পন্ন
|
![]() সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বৃহস্পতিবার রাজস্থানের ৭০০ বছর পুরোনো কেল্লা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় অনুষ্ঠিত হয় এই বিয়ে। বিশেষ নিরাপত্তায় সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা এবং ভিকি কৌশল। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাধাঁ পড়েন তারা। নিরাপত্তার কারণে যতই ছবি লুকিয়ে রাখার চেষ্টা চলুক না কেনো, তবুও প্রকাশ পেয়েছে নব দম্পতির বিয়ে-পরবর্তী ছবি। রাজস্থানের বিলাসবহুল হোটেলের ছাদ থেকে ছবি তুলেছে স্থানীয় কিছু সংবাদমাধ্যমের কর্মীরা। ক্যাটরিনাকে নববধূর সাজে দেখা যায়, তার পরনে ছিলো লাল লেহেঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক সেজে উঠেছেন ক্যাটরিনা। ঘিয়ে রঙের শেরওয়ানি আর পাগড়ি পরা ছিলেন তার বর। পাশাপাশি দাঁড়িয়ে দুই তারকা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজির আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা দুর্গ। নিচে অতিথিদের ভিড়। |