শিরোনাম: |
ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১২৯ ঋণখেলাপিকে হাইকোর্টে তলব
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() পিপলস লিজিং থেকে পাঁচ লাখ টাকা ও তার বেশি অর্থঋণ নিয়ে খেলাপি হওয়া এমন ২৮০ ব্যক্তিকে তলব গত ২১ জানুয়ারি করেছিলেন হাইকোর্ট। আদালতের আদেশে গত ২৩ ও ২৫ ফেব্রুয়ারি ১৫৮ জন ঋণখেলাপি হাইকোর্টে হাজির হয়েছিলেন। হাইকোর্ট তাদের উদ্দেশ্যে বলেন, আগে টাকা দিবেন তারপর আলোচনা, না দিলে কারাগারে যেতে হবে। আদালতের তলব আদেশের পরও হাজির না হওয়ায় ঋণখেলাপিদের থেকে টাকা আদায়ে হাইকোর্টের আদেশের ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানটির ১২৯ ঋণখেলাপিকে তলব করেছেন আদালত। |