শিরোনাম: |
অবশেষে কারাগারে সন্ত্রাসী ফরহাদ ও ইফতেখার
|
![]() সাংবাদিকের উপর হামলা , সাংসদের বাড়ী , গাড়ী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলা . চাঁদাবাজী, মাদক সহ ১২ টি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বৃহস্পতিবার সকালে ফেনীর ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করেছে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন যুবলীগ নামধারী সন্ত্রাসী আইয়ুব নবী ফরহাদ (৩০) ও তার সহযোগী ইফতেখার হোসেন খোন্দকার (২৭) । আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন । ফরহাদ সোনাপুর গ্রামের মেনা মিয়ার ছেলে ও ইফতেখার একই গ্রামের মিয়াধন এর ছেলে । বিষয়টি নিশ্চিত করে পুলিশের আদালত পরিদর্শক গোলাম জিলানি বলেন উভয়ের বিরুদ্ধে ১৪ টি মামলা ফেনী আদালতে বিচারাধিন । সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান , ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক শরীয়ত উল্যাহর উপর হামলা , সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহর বাড়ী , গাড়ী , মৎস্য খামার , বালু মহাল ও ব্যবস্যা প্রতিষ্ঠান হামলা, ভাংচুর , চাঁদাবাজী, মাদক সেবনসহ ১২ টি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল । তারা দীর্ঘদিন পলাতক ছিল । |