শিরোনাম: |
কোম্পানীগঞ্জে ফের হরতালের ডাক, মাইজদীতে ১৪৪ ধারা
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() এদিকে মন্ত্রীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেলসহ জেলার কয়েকজন নেতা আজ মঙ্গলবার সকালে মাইজদী বালুর মাঠে এক সমাবেশের আয়োজন করেন। কিন্তু একই সময়ে বালুর মাঠের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরাও একটি সমাবেশের ডাক দেন। এতে জেলা শহরে সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় আজ সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সাংসদ একরামুল করিম চৌধুরীর করা দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে আলোচনার ঝড় বয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে কোম্পানীগঞ্জে পরের দিন হরতালের ডাক দিয়ে দাবি আদায়ে গণ-অনশনসহ বিভিন্ন আলটিমেটাম দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি চিন্তা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি আদায়ের আশ্বাস দিলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ হরতাল ও গণ-অনশন প্রত্যাহার করে নেয়। কিন্তু দাবি আদায়ে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগে আবারও এ হরতালের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। |