শিরোনাম: |
অনুমোদনহীন চকলেট কারখানায় অভিযান, আটক ২
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() অভিযানের বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি কারখানায় বিপজ্জনক পরিবেশে চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালানো হচ্ছে। এ সময় কারাখানার মালিক ও একজন কারিগরকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, শিশুদের শরীর এমনিতে অনেক নাজুক। তাদের খাদ্যে পুষ্টির গুনাগুন থাকার কথা। কিন্তু এই কারখানাটিতে বিপজ্জনক পরিবেশে শিশুদের খাদ্য তৈরি করা হতো। এই কারাখানার বিএসটিআই থেকে অনুমতি নেই জানিয়ে তিনি বলেন, এই কারখানাটির কোনো ধরনের অনুমোদন নেই। কিন্তু তারা অবৈধভাবে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করছে। তারা চকলেট তৈরিতে বিপজ্জনক ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার করার পাশাপাশি হাইড্রোজ কেমিক্যাল, মোম, গ্লুকোজ ব্যবহার করা হতো। এছাড়া কারখানাটিতে শিশু খাদ্য উৎপাদনের কোনো পরিবেশ নেই। |