শিরোনাম: |
পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য আটক
|
![]() চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে নৌ-পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি পারভেজ গাজী ওরফে রনি মেম্বারকে আটক করেছে নৌ-পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। চাঁদপুর নৌ-থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানা পুলিশের ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার মো. পারভেজ গাজী রনিকে আটক করা হয়েছে। আটক করে শহরের ট্রাকঘাটস্থ নৌ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই রাতেই চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে দেয়া। চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, নৌ পুলিশের ওপর হামলার মামলায় তাকে আটক করা হয়েছে। আটক পারভেজ গাজী রণি এজাহারভুক্ত ও হুকুমের আসামি। সেই মামলায় তাকে আটক করা হয়। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। |