শিরোনাম: |
পরের টাকায় বিলাসী জীবন ওদের!
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() একেবারে নতুন কৌশল। এভাবে মানুষের কাছ থেকে সহজে টাকা হাতিয়ে নিচ্ছে ময়মনসিংহের বিনয়ামিন। পদ্ধতি খুব অভিনব। মোবাইল ফোন অপারেটরদের পুরানো সিরিজের নম্বরগুলো কোনো বয়স্ক বা মধ্যবয়সীর এবং তাদের ছেলে আছে। এমন ধারণা থেকে ফোন দেয়া হয়। কেউ খপ্পরে পড়ে। কেউ আবার বুঝতে পেরে ফোন কেটে দেয়। এমন প্রতারণার শিকার হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন এক ভুক্তভোগী। তার ছেলেকে আটকে রাখার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয়া হয় অর্থ। এভাবে বহু অভিযোগ আসার পর বিনইয়ামিন ও তার এক সহযোগীকে ময়মনসিংহের ত্রিশাল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, বিনইয়ামিনের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে সে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ও ভেতরে গোপন ক্যামেরা বসিয়েছিলো। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মোদদাছছের হোসেন বলেন, যে প্রতারক চক্রকে আমরা গ্রেফতার করেছি। তারা পরের টাকায় বিলাসী জীবনযাপন করেন। তারা মানুষের সঙ্গে প্রতারণা করে নিজের ঘরের অসবাবপত্র ও কিনেছেন। পুলিশ জানায়, ২০১৬ সাল থেকে প্রতারণা করে আসছিল বিনইয়ামিন। যার মাধ্যমে তিনি বিলাসী জীবনযাপন করতেন। ৩০ বছর বয়সী বিনইয়ামিন বিয়ে করেছেন ৯ টি। এ ছাড়া অসংখ্য পরকীয়া প্রেমের সঙ্গে জড়িত। |