শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
সাড়ে ১৮ কোটি মূল্যের জাল স্ট্যাম্প-ডাক টিকিট উদ্ধার
Published : Sunday, 22 November, 2020 at 9:20 PM

স্টাফ রিপোর্টার:
রাজধানীর পুরনো পল্টন ও ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৮ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট ও কোর্ট ফিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রমনা জোনাল টিম।
বিশেষ এ অভিযানে ডাক টিকিট, কোর্ট ফি ও জাল স্ট্যাম্প তৈরির সরজ্ঞামাদিও উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিশেষ অভিযানে রাজধানীর পুরান পল্টন ও ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফুজ্জামান ওরফে আকাশ (৪৫), মো. মোরসালিন সরদার সোহেল (৩০), মো. রনি শেখ (২৫) ও মো. আবদুল আজিজ (২৩)। জাল স্ট্যাম্প ও ডাক টিকিট ছাড়াও তাদের কাছ থেকে কোর্ট ফিসহ ১টি কম্পিউটার, ১টি মনিটর, ১টি সিপিউ, ১টি প্রিন্টার, স্ট্যান্ডসহ ২টি ইলেক্ট্রিক সেলাই মেশিন ও ১টি লোহার সেলাই মেশিন উদ্ধার করা হয়েছে।
হাফিজ আখতার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরি করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। মনির মোল্লা, সাকিবসহ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তা নিয়ে তারা এ কাজ করে আসছেন। ওই দুজন পলাতক।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, প্রতি পাতা জাল স্ট্যাম্প তৈরিতে ১৫ থেকে ১৬ টাকা খরচ হয় এবং ২৫ থেকে ৩০ টাকায় তারা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় এগুলো দিয়ে থাকেন। বৈধ স্ট্যাম্পের ভেতরে ঢুকিয়ে এই জাল স্ট্যাম্পগুলো বিক্রি হতো। জাল স্ট্যাম্পগুলো উদ্ধার না হলে সারা দেশে ছড়িয়ে পড়তে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন হাফিজ আক্তার।
তাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।






সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি