শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
২০০০ টাকায় গানম্যান ভাড়া করতেন নবাবের ‘নাতি’
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Monday, 2 November, 2020 at 4:35 PM

নবাব বংশের পরিচয় প্রদান, নম্র-ভদ্র কথাবার্তা, ধার্মিক আচরণ,  গানম্যান রাখা ও বিলাসী জীবনযাপন দেখিয়ে ভিআইপি পরিচয় দেওয়া ছিল তাঁর কৌশল। আর এসব কৌশল ব্যবহার করে ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহর ‘নাতি’ পরিচয় দেওয়া আলী হাসান আসকারী করতেন প্রতারণামূলক কাজ। হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। এই যেমন, কোনো এক নতুন স্থানে গেলে সেখানে তাঁর সঙ্গে দেহরক্ষী হিসেবে গানম্যান রাখতেন। বোঝাতেন, তিনি বিলাসী জীবনযাপনে অভ্যস্ত, গুরুত্বপূর্ণ ব্যক্তি। এ ছাড়া নম্র-ভদ্র আর ধার্মিক আচরণ করে আসকারী বোঝাতেন, তিনি ভালো মানুষ। এগুলোই তাঁর প্রতারণার হাতিয়ার বা কৌশল।

আলী হাসান আসকারীর কাছে প্রতারিত হয়েছেন ফেনীর স্কুলশিক্ষক আবদুল আহাদ সালমান। তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে তিন কোটি ৩৪ লাখ নিয়ে দিয়েছিলেন আসকারীর কাছে। ওই পুরো টাকাই হাতিয়ে নিয়েছেন আসকারী। প্রতারণার অভিযোগে সালমান রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসকারী এখন কারাগারে আছেন।
আহাদ সালমানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আসকারীর সঙ্গে দেখা হওয়ার পর তিনি নবাবের নাতি পরিচয় দেন। পরিচয় দেন ধার্মিক মানুষ হিসেবে। এ ছাড়া সে সময় তাঁর সঙ্গে বডিগার্ড ছিলেন। বডিগার্ডের কাছে ওয়াকিটকি ও পিস্তল ছিল। এসব দেখিয়ে তিনি আমার বিশ্বাস অর্জন করেন। বলতে পারেন, একপর্যায়ে আমি তাঁর আশেক হয়ে যাই। তাঁর আচরণে আমি ভীষণ মুগ্ধ ছিলাম। আমি বুঝতেই পারিনি এমন বড় ধরনের প্রতারণার শিকার হতে যাচ্ছি।’

শুধু আহাদ সালমান নয়, এমন অনেক মানুষের সঙ্গে হাসান আসকারী প্রতারণা করেছেন। তাঁদের সঙ্গেও তিনি তাঁর বিলাসী ও চাকচিক্য জীবন দেখাতেন। এ ছাড়া তিনি রাষ্ট্র ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যখন যেতেন, তখনও গানম্যান রাখতেন। পরিচয় দিতেন নবাব বংশের শেষ নবাব হিসেবে। এসব ব্যক্তির আশপাশে গিয়ে তিনি ছবি তুলতেন। সেসব ছবিকে ব্যবহার করে প্রতারণা করতেন।

এসব কথা বলছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম। মাহফুজুল ইসলাম বলেন, ‘হাসান আসকারীকে আমরা তিন দিনের রিমান্ডে নিয়েছিলাম। সে সময় তাঁর বডিগার্ড ও গানম্যানের বিষয়ে জানতে চাওয়া হয়। তখন আসকারী বলেছিলেন, ভিআইপি হিসেবে নিজেকে উপস্থাপন করতেই তিনি গানম্যান ব্যবহার করতেন। আসকারী আমাদের কাছে স্বীকার করেছেন, এসব গানম্যান তিনি ভাড়া করে ব্যবহার করতেন। ভাড়া করা গানম্যানদের দিনপ্রতি দুই হাজার টাকা দিতেন আসকারী। সঙ্গে খাওয়া ফ্রি দিতেন। কাজ শেষ হলে গানম্যানদের পাঠিয়ে দিতেন তিনি।’

উপকমিশনার বলেন, ‘ঢাকার একটি কোম্পানি থেকে আসকারী যখন প্রয়োজন তখন গানম্যান নিতেন। আমাদের কাছে সেই কোম্পানির নামও বলেছেন। আমরা ওই কোম্পানির ব্যাপারে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। আসকারী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কোনো না কোনোভাবে দেখা করতেন। দেখা করার উদ্দেশ্য ছিল মূলত ছবি তোলা। ওইসব ছবি দেখিয়ে প্রতারণার ফাঁদ পাততেন আসকারী। পরিচয় দিতেন ছবি তোলা সেসব ব্যক্তি তাঁর আত্মীয় কিংবা ভালো সম্পর্কের। সেসব স্থানে যাওয়ার সময়ও তিনি গানম্যান ব্যবহার করতেন।’



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি